Click here to Download
Click here to Download the apk
প্রশ্নৃ১ বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে। বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। অপরদিকে সবুজ কোনোরূপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যার কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেটে প্রাপ্ত তথ্য কোনোরূপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই সে নিজের নামে প্রকাশ করে।
ক. বায়োমেট্রিক্স কী? ১
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীতÑ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
১ নং প্রশ্নের উত্তর
ক. বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুণ, ব্যাক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায়।
খ. তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সনতান পদ্ধতির বইয়ের ডিজিটাল রূপ (ই-বুক) যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন লাইব্রেরি বলে। এসব অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পড়তে পারে এবং ভিডিও চিত্র দেখে সহজে শিখতে পারে, যা তার পাঠ্য বই অধ্যয়নে সহায়ক ভূমিকা রাখে।
গ. বিথী শিক্ষাক্ষেত্রে ক্সনতিকতা মেনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের সুযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অন্যতম অবদান। উদ্দীপকের আলোকে আমরা দেখি লেখাপড়ার সাধারণ পদ্ধতির বাইরেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আরো মানসম্মত করা যায়। বিথী তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে জ্ঞান অর্জন করছে এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে নিজের কাজে লাগানোর ক্ষেত্রে যথাযথ নৈতিকতা মেনে চলছে। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন তথ্য প্রযুক্তির সরাসরি প্রয়োগ রয়েছে তেমনি ক্সদনন্দিন শিক্ষা কার্যμমে তথ্য প্রযুক্তির সফল এবং ক্সনতিক প্রয়োগ আমাদের শিক্ষা ব্যবস্থায় গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
ঘ. নৈতিকতা হলো মানুষের কাজ কর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার ওপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তর ব্যবহারের একটি নতুন মাত্রা থাকে যা অবশ্যই বিবেচনায় আনতে হবে। ক্সনতিকতা মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। কী করা উচিত, কী করা অনুুচিত তা ক্সনতিকতার মাধ্যমে নির্ধরিত হয়।
তথ্যের অননুমোদিত ব্যবহার মারাÍকভাবে ব্যক্তির প্রাইভেসিকে ক্ষতিগ্রস্থ করে। উদ্দীপকের সবুুজ সফটওয়্যার পাইরেসির মাধ্যমে অন্যের সফটওয়্যারকে কপি করে নিজের নামে চালিয়ে দেয় যা সম্পূর্ণ অনৈতিক কাজ। তাছাড়া বিনা অনুমতিতে অন্য প্রতিষ্ঠানের লাইব্রেরি থেকে ফাইল নিয়ে যাওয়াও অনৈতিক কাজ।
যে কোনো প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির নৈতিকতার বিষয়ে নি”লিখিত নিয়মসমূহ মেনে চলা উচিত।
১. অনুমতি ব্যতিত অন্যের ফাইল, গোপন তথ্য সংগ্রহ না করা।
২. বিনা অনুমতিতেত তথ্য সংμান্ত রিসোর্স ব্যবহার না করা।
৩. অন্যের বুদ্ধিবৃত্তি সংμান্ত ফলাফল আÍসাৎ না করা।
ক. বায়োমেট্রিক্স কী? ১
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীতÑ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
১ নং প্রশ্নের উত্তর
ক. বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুণ, ব্যাক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায়।
খ. তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সনতান পদ্ধতির বইয়ের ডিজিটাল রূপ (ই-বুক) যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন লাইব্রেরি বলে। এসব অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পড়তে পারে এবং ভিডিও চিত্র দেখে সহজে শিখতে পারে, যা তার পাঠ্য বই অধ্যয়নে সহায়ক ভূমিকা রাখে।
গ. বিথী শিক্ষাক্ষেত্রে ক্সনতিকতা মেনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের সুযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অন্যতম অবদান। উদ্দীপকের আলোকে আমরা দেখি লেখাপড়ার সাধারণ পদ্ধতির বাইরেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আরো মানসম্মত করা যায়। বিথী তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে জ্ঞান অর্জন করছে এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে নিজের কাজে লাগানোর ক্ষেত্রে যথাযথ নৈতিকতা মেনে চলছে। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন তথ্য প্রযুক্তির সরাসরি প্রয়োগ রয়েছে তেমনি ক্সদনন্দিন শিক্ষা কার্যμমে তথ্য প্রযুক্তির সফল এবং ক্সনতিক প্রয়োগ আমাদের শিক্ষা ব্যবস্থায় গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
ঘ. নৈতিকতা হলো মানুষের কাজ কর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার ওপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তর ব্যবহারের একটি নতুন মাত্রা থাকে যা অবশ্যই বিবেচনায় আনতে হবে। ক্সনতিকতা মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। কী করা উচিত, কী করা অনুুচিত তা ক্সনতিকতার মাধ্যমে নির্ধরিত হয়।
তথ্যের অননুমোদিত ব্যবহার মারাÍকভাবে ব্যক্তির প্রাইভেসিকে ক্ষতিগ্রস্থ করে। উদ্দীপকের সবুুজ সফটওয়্যার পাইরেসির মাধ্যমে অন্যের সফটওয়্যারকে কপি করে নিজের নামে চালিয়ে দেয় যা সম্পূর্ণ অনৈতিক কাজ। তাছাড়া বিনা অনুমতিতে অন্য প্রতিষ্ঠানের লাইব্রেরি থেকে ফাইল নিয়ে যাওয়াও অনৈতিক কাজ।
যে কোনো প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির নৈতিকতার বিষয়ে নি”লিখিত নিয়মসমূহ মেনে চলা উচিত।
১. অনুমতি ব্যতিত অন্যের ফাইল, গোপন তথ্য সংগ্রহ না করা।
২. বিনা অনুমতিতেত তথ্য সংμান্ত রিসোর্স ব্যবহার না করা।
৩. অন্যের বুদ্ধিবৃত্তি সংμান্ত ফলাফল আÍসাৎ না করা।
0 comments:
Post a Comment