Click here to download
১) অর্থণীতি কাকে বলে?
অর্থনীতির সংজ্ঞা : অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Economics গ্রীক শব্দ Oikonomia হতে Economics শব্দের উৎপত্তি। সাধারনত যে শাস্ত্র মানুষের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে তাকে অর্থণীতি বলে। অন্যভাবে বলা যায়, সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণের উপায়সমূহের অধ্যায়নই হচ্ছে অর্থনীতি। বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। প্রথমেই এডাম স্মীথ এর সংজ্ঞাটি উল্লেখ করা যেতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, “অর্থশাস্ত্র হচ্ছে সম্পদের বিজ্ঞান”।
জন স্টুয়ার্ট মিল করে করেন, “অর্থশাস্ত্র হচ্ছে উৎপাদন ও বন্টন সংμান্ত বিজ্ঞান।”
পরবর্তীতে মার্শাল সম্পদের পরিবর্তে মানুষের কার্যকলাপের বা মানবিক কল্যাণের দিক নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, “অর্থশাস্ত্র একদিকে যেমন সম্পদের আলোচনা করে, তেমনি অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ নিয়ে আলোচনা করে।”
স্যামুয়েলসন বলেন, “অর্থনীতি হচ্ছে এমন একটি অধ্যয়নশাস্ত্র যা সমাজ কিভাবে দুষ্প্রাপ্য সম্পদ ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং তা সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে বণ্টন করে তা আলোচনা করে।”
২) আধুনিককালে পদ্ধতিগত দিক থেকে অর্থনীতিকে কয়ভাগে ভাগ করা যায? এগুলো কী কী?
উত্তর ঃ আধুনিককালে পদ্ধতিগত দিক থেকে অর্থনীতিকে দুইভাগে ভাগ করা যায। যথা- (১) ব্যষ্টিক অর্থনীতি ও (২) সামষ্টিক অর্থনীতি।
৩) ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি কাকে বলে ?
ব্যষ্টিক অর্থনীতি: ’ব্যষ্টিক’ এর ইংরেজি প্রতিশব্দ হলো ’Micro’। প্রাচীন গ্রীক শব্দ ’Mikros’ হতে ইংরেজি ’Micro’ শব্দটির উৎপত্তি। আভিধানিক অর্থে ’গরপৎড়’ শব্দটির অর্থ হলো ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থ ব্যবস্থার অংশ বিশেষের আলোচনা।
অধ্যাপক মরিস ডব বলেন, ” অর্থনীতির অণুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণই হলো ব্যষ্টিক অর্থনীতি। ”
অধ্যাপক ও, এম. এমোস এর মতে, ” ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির একটি শাখা Ñ যা অর্থনীতির এক একটি অংশ আলোচনা করে।
সামষ্টিক অর্থনীতি: ’সামষ্টিক’ এর ইংরেজি প্রতিশব্দ হলো ’Macro’। প্রাচীন গ্রীক শব্দ ’Makros’ হতে ইংরেজি ’Macro’ শব্দটির উৎপত্তি। আভিধানিক অর্থে ’গধপৎড়’ শব্দটির অর্থ হলো বৃহৎ। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ না করে সমগ্র অংশ সমষ্টিগতভাবে আলোচনা করা হয় তাকেই সামষ্টিক অর্থনীতি বলে। সামষ্টিক অর্থনীতি হলো সমগ্র অর্থব্যবস্থার আলোচনা।
অর্থনীতিবিদ জি. এ্যাকলে এর মতে, ”সামষ্টিক অর্থনীতি বৃহদায়তন পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম সর্ম্পকে আলোচনা করে।”
অর্থনীতিবিদ ও. এম. এমোস এর মতে, ” সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে। ”
0 comments:
Post a Comment